কলকাতা ব্যুরো: দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ে গত রাত থেকেই বৃষ্টি কিছুটা ধরে এ, মুষলধারায় বৃষ্টি নেমেছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকায়। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি চলছে পাহাড়ের পাদদেশে। পাহাড়ে বৃষ্টির জল জমার সমস্যা কমলেও, জল দাঁড়িয়ে গেছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি শহরের মধ্যে রাস্তায়।
পাহাড়ে বৃষ্টি কিছুটা কমলেও ধসের কবলে পড়েছে বহু এলাকা ১০ নম্বর জাতীয় সড়ক বিভিন্ন এলাকায় ভেঙে নদীগর্ভে চলে গিয়েছে। সে রাস্তার মাঝখান থেকে কেটে তলিয়ে গিয়েছে। ২৯ মাইল এলাকায় রাস্তায় পালটি খেয়েছে ট্রাক। ফলে সব মিলিয়ে পাহাড়ে বৃষ্টি কিছুটা ধরলেও ধসে দার্জিলিঙের সঙ্গে যোগাযোগের বেশ কিছু পথ বন্ধ।
আবার মঙ্গলবার রাতে শুরু হওয়া বৃষ্টি এবার যথেষ্ট ভোগাচ্ছে সমতলের নাগরিকদের। আবহাওয়া দপ্তরের হিসেব বলছে, বুধবার সকাল পর্যন্ত জলপাইগুড়িতে ১৮০ মিলিমিটার, শিলিগুড়িতে ১১৭ মিলিমিটার, কুমারগ্রাম ২৫১ মিলিমিটার, দোমোহনী ১৯৩ মিলিমিটার বারোবিশা ১৮১ মিলিমিটার এবং দার্জিলিঙে ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।