এক নজরে

ফের বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

By admin

September 30, 2020

কলকাতা ব্যুরো: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ওড়িশায় বৃষ্টির পূর্বাভাস ছিল। যার জেরে সেখানে তিন দিন ধরে ঝড়ঝঞ্ঝা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার ঘূর্ণাবর্ত ও সেই নিম্নচাপের জেরে আকাশ মেঘলা এ রাজ্যেও। পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ এবং দক্ষিণ বঙ্গের কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। ভ্যাপসা গরম এরই মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টি হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের গত সপ্তাহে টানা বৃষ্টি হয়েছে। যার জেরে নাজেহাল হতে হয়েছে উত্তরবঙ্গ বাসীকে। তবে বর্তমান পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের খুব ভারী আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও হালকা দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

বর্ষা চলে যাওয়ার একেবারে শেষ মুহূর্তে এখন বৃষ্টি চলছে অন্ধ্র প্রদেশ উপকূলে। রাজস্থানে ভারী বৃষ্টি হচ্ছে। এরই সঙ্গে বিহারের কোন কোন এলাকায় বৃষ্টিতে জল দাঁড়িয়ে গিয়েছে। নদীগুলি ফুলেফেঁপে উঠছে। এখন নিম্নচাপের প্রভাবে উড়িষ্যায় তিনদিন বৃষ্টিপাতের প্রভাবে এ রাজ্যের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি এবং আবহাওয়ার অবনতির পূর্বাভাস দেওয়া হয়েছে।