এক নজরে

উত্তরে চলবে বৃষ্টি

By admin

September 08, 2020

কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের।দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তির চরমে উঠবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৩.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ শতাংশ গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ২৪ ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে।উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে সিকিম, আসাম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও।

মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশ এলাকায় উত্তরবঙ্গে অবস্থান করেছে।অমৃতসর বরেলি থেকে জলপাইগুড়ি হয়ে আসাম এর ওপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা।এই মৌসুমী অক্ষরেখার জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার প্রভাবে এই বৃষ্টি হবে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।