কলকাতা ব্যুরো: গরমে যখন হাঁসফাঁস করছে এ রাজ্য, তখন প্রবল বৃষ্টিতে নাকাল অবস্থা দক্ষিণের বেশ কয়েকটি রাজ্যের। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা য় প্রবল বৃষ্টিতে ২৯ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। ৪৮ ঘণ্টার নিম্নচাপের বৃষ্টিতে সবচেয়ে ভয়াবহ অবস্থা হায়দ্রাবাদের। বন্ধ হয়ে গিয়েছে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। হাওড়া থেকে চেন্নাই এর মধ্যে দূরপাল্লার ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে কেন্দ্র।

শুধু হায়দ্রাবাদ শহরেই প্রবল বর্ষায় মারা গিয়েছে ১৯ জন। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এখন ভাসছে মহারাষ্ট্র এবং কর্ণাটকও। তবে হায়দ্রাবাদের প্রবল বৃষ্টি অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে হায়দ্রাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে। কিন্তু প্রবল বৃষ্টিতে বহু ক্ষেত্রেই বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করতে পারছে না।

Share.
Leave A Reply

Exit mobile version