কলকাতা ব্যুরো: অবশেষে ভ্যাপসা গরম থেকে অনেকটাই মুক্তি মিলেছে। শনিবার বিকেলের বৃষ্টিতে ভিজেছে শহর ও বিভিন্ন জেলা। রবিবার সকালেও মেঘাচ্ছন্ন আকাশ। বাংলাদেশের উপর তৈরি ঘূর্ণাবর্তের জেরে আজও বৃষ্টিতে ভিজতে পারে বাংলা, এমনটাই খবর।

শনিবারের বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। যেটা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তার জেরেই এদিনের এই বৃষ্টি। একই সঙ্গে বাংলাদেশের উপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সেটা নিম্নচাপে পরিণত হতে পারে। ওড়িশার কাছে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরে আগামী কয়েকদিন ভিজতে পারে বাংলা। ফলে বাড়ি থেকে বের হলে অবশ্যই সঙ্গে রাখবেন ছাতা।

শনিবার বিকেলের পরই আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল। তারপরই অঝোরে নামে বৃষ্টি। বৃষ্টি চলে দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। কোথাও ঘণ্টাখানেক, কোথাও বা আরেকটু বেশি বৃষ্টি। নাগাড়ে বৃষ্টিতে জল জমে যায় শহরের বেশ কয়েকটি নিচু এলাকায়। সাময়িক যানজটেরও সৃষ্টি হয়। তবে বৃষ্টি থামলে দ্রুততার সঙ্গে জল নামিয়ে দেয় কলকাতা পুরসভা

হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিছুটা বেশি থাকবে উপকূলবর্তী জেলা মানে দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে। তবে উত্তরবঙ্গেও ভালোই বৃষ্টি চলবে।

Share.
Leave A Reply

Exit mobile version