এক নজরে

Weather Updates: চলতি সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

By admin

February 08, 2022

কলকাতা ব্যুরো: চলতি সপ্তাহে আগামী দু’দিন আবহাওয়া শুষ্ক থাকলেও ফের বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ । অর্থাৎ, বেলাশেষের শীতেও রাজ্যে বৃষ্টি সঙ্গী। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আবার শুকনো আবহাওয়ার মধ্যে দিয়ে শীত বিদায় ও বসন্ত স্বাগত ৷

ইতিমধ্যে দিনে গরম অনুভব হলেও রাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। গত দু’দিন রাতের ঠান্ডার তুলনায় তাপমাত্রার পারদ একটু হলেও বেশি। হাওয়া অফিস বলছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের রাতের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কমে হয়েছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার ভোরের দিকে কুয়াশা থাকলেও রৌদ্রোজ্জ্বল দিন কাটবে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে । তবে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও সিকিম-সহ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে এবার থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়তে থাকার পাশাপাশি বিদায় নেবে শীত । তার আগে শীতের শেষ ইনিংসে ফের বাধা বৃষ্টি ৷