এক নজরে

উত্তরের তিন জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা

By admin

August 29, 2021

কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গের তিন জেলায় রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ এইসঙ্গে আজ থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ সক্রিয় মৌসুমি অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি ৷ বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ পাশাপাশি রবিবার থেকে বৃষ্টি বাড়বে মধ্যভারত এবং উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।

উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য কমলেও আজ জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ উত্তরের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিপাতের ফলে শিলিগুড়ি শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি শহর সংলগ্ন ও শহরের মধ্যে দিয়ে বয়ে চলা নদী গুলিতে বৃদ্ধি পেয়েছে জলস্তর। পাশাপাশি পাহাড় জুড়ে লাগাতার বৃষ্টিপাতের ফলে ধস পড়ে বেশ কয়েকটি জায়গায়। শিলিগুড়ি ও সিকিমের সংযোগকারী ১০নম্বর জাতীয় সড়কের ২৯মাইলে ধস পড়ে বিছিন্ন হয়ে পড়ে যোগাযোগ। 

রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। রয়েছে দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা । রবিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৯.৮ মিলিমিটার।