এক নজরে

রেল ভারত সরকারের হাতেই থাকবে

By admin

March 16, 2021

কলকাতা ব্যুরো : রেলকে বেসরকারি সংস্থার হাতে বেচে দেওয়া হচ্ছে বলে একাধিকবার অভিযোগ করেছে বিরোধীরা। কিন্তু কীভাবে বেসরকারিকরণ হতে চলেছে রেল তা নিয়ে কোনও নিশ্চয়তা ছিল না। মঙ্গলবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভারতীয় রেলের বেসরকারিকরণ না করার বিষয়ে  আশ্বস্ত করেছেন।

রেল ভারত সরকারের হাতেই থাকবে। সংসদে এমনটাই জানান রেলমন্ত্রী পীযূষ গয়াল। আজ লোকসভায় রেলের অনুদান সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রেলমন্ত্রী বলেন, ‘রেল প্রত্যেক ভারতবাসীর সম্পত্তি। রেলের বেসরকারিকরণ কোনওদিনও হবে না। রেলের আয় বাড়াতে ও আরও বেশি কর্মসংস্থানের সুযোগ করে দিতে রেলে বেসরকারি বিনিয়োগ বাড়ানো হবে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলের বেসরকারিকরণের উদ্যোগ নিচ্ছেন এমন খবর সামনে আসায় সরব হয়েছিল বিরোধীরা। সেই প্রসঙ্গ তুলে রেলমন্ত্রী বলেন, ‘রাস্তায় বেসরকারি গাড়ি চললে তার প্রতিবাদ কেউ করে না, কারণ সরকারি গাড়ির পাশাপাশি বেসরকারি গাড়িও মানুষকে সুবিধা দেয়। তবে রেলের বেসরকারিকরণ হবে না।’ রেলমন্ত্রী আরও বলেন, ‘বেসরকারি বিনিয়োগ হলে ভারতীয় রেলের পরিকাঠামো আরও উন্নত হবে। যাত্রীদের উন্নতমানের পরিষেবা দেওয়া সম্ভব হবে।’

রেলমন্ত্রীর বক্তব্য, সরকারি ও বেসরকারি ক্ষেত্র যদি হাত মেলায় তাহলে রেলের আয় আরও বাড়বে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ তথা পিপিপি মডেলে ভারতীয় রেলের আধুনিকীকরণ করাও সম্ভব।রেলমন্ত্রী বলেন, ‘২০১৯ সালের মার্চ মাসের পর থেকে রেল দুর্ঘটনায় একজনেরও মৃত্যু হয়নি। যাত্রী সুরক্ষা ও নিরাপত্তার দিকে এখন বেশি নজর দেওয়া হচ্ছে। ২০২১-২২ অর্থবর্ষে রেলের জন্য বরাদ্দের পরিমাণ বাড়িয়ে ২.৫ লক্ষ কোটি টাকা করা হয়েছে। যেখানে ২০১৯-২০ অর্থবর্ষে বরাদ্দের পরিমাণ ছিল ১.৫ লক্ষ কোটি টাকার কাছাকাছি।’