এক নজরে

বৈঠক চেয়ে রাজ্যকে চিঠি রেলের

By admin

September 12, 2020

কলকাতা ব্যুরো: পুজোর আগেই লোকাল ট্রেন চালাতে আগ্রহী রেল। তা বাস্তবায়িত করতে বৈঠক চেয়ে রাজ্যকে চিঠি দিলো পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। দক্ষিণ পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার জানান, ওই বৈঠকের পর দিনক্ষণ সহ বিস্তারিত চূড়ান্ত করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আগেই রেল চালুর বিষয়ে রাজ্যের নীতিগত সম্মতির কথা জানিয়েছিলেন।  আপাতত মেট্রো পরিষেবার দিকে নজর রাখছে রেল। রেলের তরফে জানা গিয়েছে, সংক্রমণ এড়াতে ডিজিটাল পেমেন্টের ওপর জোর দেওয়া হবে। লোকসানে চলা ট্রেন কিংবা স্টেশনগুলি আপাতত বন্ধ করা হবে না।