কলকাতা ব্যুরো : রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা চালু করা নিয়ে রাজ্য ও রেল বৈঠক হতে চলেছে। আগামীকাল বিকেল পাঁচটায় এই বৈঠক হওয়ার কথা আছে। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই বৈঠক করবেন। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা এই বৈঠকে হাজির থাকবেন। শনিবার রাতেই লোকাল ট্রেন চালানো নিয়ে রেল কে চিঠি দেয় রাজ্যের স্বরাষ্ট্র সচিব। এই পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক হতে চলেছে ।
বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় ট্রেন চালানো নিয়ে যাত্রীদের বিক্ষোভ দেখা দিয়েছে। যাত্রী বিক্ষোভের জেরে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। স্টাফ ট্রেনে ওঠা নিয়ে বচসার জেরে যাত্রীদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছে রেল কর্তৃপক্ষ। রাজ্য এর প্রতিবাদ জানিয়েছে বলেছে স্টাফ স্পেশালে কেন শুধু রেলের কর্মীরাই উঠবেন ? যদিও পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে লকডাউন এর প্রথম থেকেই স্টাফ স্পেশাল চলছে। সেটা শুধু তাদের জন্যই । এই ট্রেনে সাধারণ যাত্রীদের ওঠা নিয়ে কোনো আলোচনা করেনি। এরমধ্যে রেল রাজ্য আগামীকাল অর্থাৎ সোমবার বৈঠক হতে চলেছে। লোকাল ট্রেন নিয়ে জট কাটতে পারে বলে আশা করা হচ্ছে।