এক নজরে

ট্রায়াল রান শুরু রেলের বিশেষ অ্যাপের

By admin

September 08, 2020

কলকাতা ব্যুরো: রেল চলাচলের রিয়েল টাইম জানতে বিশেষ অ্যাপ চালু করছে ভারতীয় রেল। যার ট্রায়াল রান শুরু হয়েছে ইতিমধ্যেই। এই ব্যবস্থায় ট্রেনগুলিতে বসানো হচ্ছে জিপিএস। যার মাধ্যমে কোন ট্রেন কোথায় রয়েছে, কতক্ষন দেরিতে চলছে, সবই জানা যাবে নিমেষের মধ্যেই।