কলকাতা ব্যুরো: এবার পরিষেবা মূল্য চালুর উদ্যোগ নিচ্ছে রেল। ভালো পরিষেবা পেতে গুনতে হবে বেশি টাকা। স্টেশন সুন্দর করে সাজানো হলেও নেওয়া হবে অতিরিক্ত টাকা। রেলের এই পরিকল্পনার কথা জানান রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব।
প্রশ্ন উঠছে, তবে কি ঘুর পথে ভাড়া বাড়াতে চলেছে রেল ? রেল বোর্ডের তরফে অবশ্য দাবি করা হয়েছে, যাত্রীদের কাছ থেকে এর জন্য নেওয়া হবে সামান্য টাকা। আর দেশের ১০-১৫ শতাংশ স্টেশনেকে ঘিরেই আপাতত সৌন্দর্যায়নের পরিকল্পনা রয়েছে।