এক নজরে

রেল যাত্রীদের বিক্ষোভ বৈদ্যবাটিতে

By admin

November 02, 2020

কলকাতা ব্যুরো: সোমবার সকালে যাত্রী বিক্ষোভে থমকালো স্টাফ স্পেশাল ট্রেন। ওই ট্রেনে সাধারণ যাত্রীরা উঠতে গেলে তাদের সঙ্গে বচসা বাধে রেল পুলিশের। প্রতিবাদে রেল অবরোধ করেন যাত্রীরা। লোকাল ট্রেন চালানোর বিষয়টি চূড়ান্ত করতে আজই বিকেলে নবান্নে বৈঠকে বসছে রাজ্য সরকার এবং রেল কর্তৃপক্ষ। এর আগেও হুগলির চুঁচুড়া, বৈচি সহ আরো বেশ কয়েকটি জায়গায় একই ইস্যুতে বিক্ষোভ দেখান রেল যাত্রীরা। বিক্ষোভ হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরেও। পরপর দুদিন যাত্রী বিক্ষোভ হয় হাওড়াতেও।

এদিকে কোভিড পরিস্থিতির আবহে যাত্রী সুরক্ষা মেনে কিভাবে এবং কতগুলো লোকাল ট্রেন চালানো যায়, তা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। অবরোধ শুরু হয়েছে রিশরা, শেওড়াফুলিতে। এরই মধ্যে বেশ কিছু লোক হুগলিতে জিটি রোড অবরোধ করায় বন্ধ হয়ে গিয়েছে সড়ক পরিবহনও।