কলকাতা ব্যুরো: কর্মরত সিআরপিএফ জওয়ানদের জন্য বুলেটপ্রুফ গাড়ি নেই। অথচ প্রধানমন্ত্রী ব্যাবহার করার জন্য আট হাজার ৪০০ কোটি টাকা দিয়ে নতুন বিমান কিনেছে ভারত সরকার। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই বক্তব্য লিখে একটি ভিডিও ট্যুইটে শেয়ার করার পরেই তা কে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দিল্লিতে। সেই টুইটকে মিথ্যা প্রমাণ করতে আসরে নামিয়ে দেওয়া হয়েছে সিআরপিএফের কর্তাদের। সিআরপিএফের মুখপাত্র ডিআইজি মোজেজ দিনাকরন বলেছেন, সিআরপিএফের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যথেষ্ট ভালো গাড়িও রয়েছে। ভুল খবর ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মোজেজ।
দেশের মূলত নকশার অধ্যুষিত এলাকাগুলোতে নিরাপত্তার দায়িত্ব রয়েছে সিআরপিএফ। তিন লাখ ২৫ হাজার সিআরপিএফ জওয়ান দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার একটা বড় ভরসা। রাহুল গান্ধী একটি টুইট করে লিখেছেন, এটা কি বিচার? আমাদের জওয়ানরা সাধারণ গাড়িতে নিরাপত্তা দিতে যাচ্ছেন অথচ ৮ হাজার ৪০০ কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির জন্য এয়ারক্রাফট কেনা হয়েছে।রাহুল গান্ধীর পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে দুইজন জওয়ান নিজেদের মধ্যে এই বিষয়ে আলোচনা করছেন।

Share.
Leave A Reply

Exit mobile version