কলকাতা ব্যুরো: পেগাসাস ইস্যুতে ঝড় তোলা একদমই বন্ধ করবে না বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ডাকে মঙ্গলবার প্রাতরাশ বৈঠকে এমনই সিদ্ধান্তের কথা জানালো কংগ্রেস সহ মোট ১৪টি বিরোধী দল। এদিনের বৈঠকে উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেসও।
তাছাড়া বৈঠকে ছিলেন ডিএমকে, এনসিপি, শিবসেনা, আরজেডি, সমাজবাদী পার্টি, সিপিআইএম, সিপিআই, ইন্ডিয়ান মুসলিম লিগ, আরএসপি, কেসিএম, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ন্যাশনাল কনফারেন্স, তৃণমূল কংগ্রেস, লোক জনশক্তি দল। তবে আম আদমি পার্টি এবং অকালি দল এই বৈঠকে আমন্ত্রিত ছিল না।
এদিকে শুধু পেগাসাস কাণ্ড নয়, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি থেকে কৃষি আইন, একাধিক বিষয়ে ঝাঁঝ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীরা। একাধিক ইস্যুতে কেন্দ্রকে কোণঠাসা করতে হাত মিলিয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা। মঙ্গলবার সংসদে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ডাকে একসঙ্গে প্রাতরাশ বৈঠক সারেন বিজেপিবিরোধী বিভিন্ন দলের নেতা, নেত্রীরা। তারপর সাইকেল চালিয়ে সংসদে পৌঁছন তাঁরা।
বিরোধীদের স্পষ্ট বক্তব্য, সরকার যদি সংসদের অধিবেশন চালাতে চায়, তাহলে পেগাসাস নিয়ে আলোচনা করতে হবে তাদের। বিরোধীদলগুলি দেশের ৬০ শতাংশ ভোটারের প্রতিনিধিত্ব করে। তাই মানুষের জন্যে লড়াই জারি থাকবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রয়োজনে নয়া উপায়ে সংসদের কাজকে ব্যাহত করা হবে। তবে পেগাসাস নিয়ে আলোচনা না হলে কোনও ভাবেই সংসদের কাজ হতে দেবে না বিরোধীরা।