এক নজরে

মোদিকে ভয় পাই না, হুঁশিয়ারি রাহুল গান্ধীর

By admin

August 04, 2022

কলকাতা ব্যুরো: বিজেপির হুমকির রাজনীতির কাছে কংগ্রেস কখনওই মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার দিল্লিতে তিনি বলেন, ন্যাশনাল হেরাল্ড নিয়ে বিজেপি আমাদের ভয় দেখাচ্ছে, আমাদের উপর চাপ সৃষ্টি করছে। ওরা ভেবেছে, আমরা ভয়ে চুপ করে যাবে। রাহুল বলেন, নরেন্দ্র মোদি, অমিত শাহের এটাই কাজ। জেনে রাখুন, আমি মোদিকে ভয় পাই না। দেশে গণতন্ত্র আজ সংকটের মুখে। সেই গণতন্ত্রকে বাঁচানো এবং রক্ষা করার জন্য কংগ্রেস লড়াই চালিয়ে যাবে।

বিজেপি বলছে, রাহুলদের পালিয়ে যেতে দেওয়া হবে না। সাংবাদিকরা এই প্রসঙ্গে প্রশ্ন করলে রাহুল বলেন, পালিয়ে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। শুনে রাখুন, বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের লড়াই জারি থাকবে। এদিন কংগ্রেস সংসদীয় দলের বৈঠক বসে। সেই বৈঠকেও হাজির ছিলেন রাহুল। বুধবার দিল্লিতে ন্যাশনাল হেরাল্ডের দফতর হেরাল্ড হাউসে ইয়ং ইন্ডিয়ান সংস্থার অফিস সিল করে দেয় ইডি। বলা হয়, সংস্থার পদাধিকারীদের সামনে তল্লাশি চালানো হবে। তার আগে ওই সিল খোলা হবে না।

গতকাল সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর বাসভবনের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়। আকবর রোডে কংগ্রেসের সদর দফতরের চারদিক নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। পরে অবশ্য ব্যারিকেড খুলে নেয় দিল্লি পুলিস। রাহুল বলেন, ওরা যা খুশি করতে পারে। তাতে আমাদের কিছু যায় আসে না। কত রাস্তা বন্ধ করবে, করুক।

দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ বলেন, আমাদের দফতর, সোনিয়া-রাহুলের বাড়ি ঘিরে ফেলা হয়েছে। তবু আমরা মাথা নত করব না। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, বিজেপি সরকার অঘোষিত জরুরি অবস্থা জারি করেছে। কংগ্রেস আক্রান্ত। এখনও যদি সংবাদ মাধ্যম এবং আমজনতা কংগ্রেসের পাশে না দাঁড়ায়, তাহলে অবস্থা খুব মারাত্মক আকার নেবে। রাজ্যসভার কংগ্রেস দলনেতা মল্লিকার্জুন খাড়্গে বলেন, বিজেপি আমাদের ঘিরে ফেলেছে। ওরা কংগ্রেসমুক্ত ভারত চায়। দেশ কখনও কংগ্রেসমুক্ত হবে না। আমরা নতি স্বীকার করব না।