কলকাতা ব্যুরো: কলকাতা বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার হলো তেজস্ক্রিয় সামগ্রী। সূত্রের খবর, উদ্ধার হওয়া সামগ্রী পরমাণু বোমা বানানোর উপকরণ বলে জানিয়েছে রাজ্য পুলিশ ও সিআইডি। এই ঘটনায় ক্যালিফোর্নিয়াম স্টোন সহ হুগলির ২ বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার গোপন সূত্রের খবর পেয়ে সিআইডি-এর গোয়েন্দারা কলকাতা বিমানবন্দরের কাছে আটক করে দু’জনকে৷ তাদের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করেন সিআইডি-র গোয়েন্দারা। পরে সেই ব্যাগ থেকে পাওয়া যায় তেজস্ক্রিয় সামগ্রীগুলি। এরপরই সিআইডি গ্রেফতার করে ওই ২ ব্যক্তিকে। ধৃতদের নাম শৈলেন কর্মকার ও অসিত ঘোষ।

উদ্ধার হওয়া ক্যালিফোর্নিয়াম স্টোন পরমাণু বোমা বানাতে কাজে লাগে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তবে কীভাবে এই সামগ্রী কলকাতার বুকে এলো? কেনই বা তারা এই সামগ্রীগুলি এ রাজ্যে নিয়ে এসেছিল? সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা ৷ পাশাপাশি ধৃতরা কোথা থেকে এই বস্তুটি পেল, তাও জানার চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য, ১ গ্রাম ক্যালিফোর্নিয়ামের দাম ১৭ কোটি টাকা। ২ জন ব্যক্তির কাছ থেকে ২৫০ গ্রাম ক্যালিফোর্নিয়াম স্টোন পাওয়া গিয়েছে। সিআইডি-র দাবি, উদ্ধার হওয়া তেজস্ক্রিয়র দাম আনুমানিক প্রায় ৪,২৫০ কোটি টাকা ৷

Share.
Leave A Reply

Exit mobile version