কলকাতা ব্যুরো: শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরকে বহিরাগত বলায় ক্ষমা চাইলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ক্ষমা চেয়ে তার বক্তব্য, ভৌগলিক অবস্থান বোঝাতে তিনি এই কথা বলেছিলেন। কিন্তু কেউ যদি তাঁর কথায় দুঃখ পেয়ে থাকেন তাহলে তিনি ক্ষমাপ্রার্থী।
গত মাসে বিশ্বভারতী পৌষ মেলা মাঠে পাঁচিল ঘেরা ফিরে গোলমালের সূত্রপাত। কিছু বহিরাগত লোককে নিয়ে বিশ্বভারতী পৌষ মেলা মাঠে পাঁচিল দিচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই বক্তব্যকে কাউন্টার করতে গিয়ে বিশ্বভারতী উপাচার্য বলেন, রবীন্দ্রনাথ এখানে বহিরাগত ছিলেন।
তার এই বক্তব্য ঘিরে নেতিবাচক প্রতিক্রিয়া হয় বুদ্ধিজীবী মহলে।
রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বহিরাগত এই কথা বলায় তার অপসারণের দাবিতে বুদ্ধিজীবীদের একটা বড় অংশ সোচ্চার হোন। এরপরেই বেগতিক বুঝে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ভুল স্বীকার করে বলেন, আমার কথায় কেউ দুঃখ পেলে আমি ক্ষমাপ্রার্থী।
Previous Articleদিল্লি দাঙ্গার চার্জশিটে ইয়েচুরির নাম, প্রতিবাদে বামেরা
Next Article সুস্থতা থেকে সংক্রমণ – থম মেরে আছে রাজ্যে