কলকাতা ব্যুরো : প্রাত ভ্রমণকারীদের জন্য অনেকদিন আগেই খুলে দেয়া হয়েছিল রবীন্দ্র সরোবর। সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে দুপুর তিনটে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভ্রমণের জন্য রবীন্দ্র সরোবর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কেএমডিএ কর্তৃপক্ষ। অবশ্য মাস্ক পরা এবং দূরত্ব বজায় রাখার নির্দেশ রয়েছে। সন্ধ্যা ভ্রমণে সেইসব জারি থাকবে। সাদার্ন অ্যাভেনিউ এর এক বাসিন্দা জানালেন, স্বাস্থ্যের কারণে দু বেলাই তিনি হাঁটেন রবীন্দ্রসরোবরে। লকডাউন এর পর বিকেলে হাঁটা বন্ধ ছিল। সেটা চালু হয়ে বেশ ভালই লাগছে।
এদিকে কেএমডিএ সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে লকডাউন শুরু হবার পর তেইশে মার্চ রবীন্দ্র সরোবর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। প্রাতঃভ্রমণ কারীদের অনেকেই এতে আপত্তি জানিয়েছিল। তাদের দাবি মেনে পয়লা জুলাই থেকে সকাল ছটা থেকে নটা পর্যন্ত রবীন্দ্র সরোবর খুলে রাখার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। এরপর অনেকে সন্ধ্যা ভ্রমণের জন্য রবীন্দ্র সরোবর খুলে রাখার আবেদন জানান। কিন্তু নগর উন্নয়ন দপ্তর থেকে এতদিন পর্যন্ত সেই অনুমতি মেলেনি। জানা যাচ্ছে অনেকেই রবীন্দ্রসরোবরে সকাল এবং বিকেল হাঁটতে আসেন। অনেকে আবার সন্ধ্যাবেলায় এখানে হাঁটেন। কে এম ডি এর পক্ষ থেকে জানানো হয়েছে আমপানের সময় অনেক গাছ পড়ে ডালপালা ভেঙে যায়। সেগুলো সরানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে জগিং ট্রাক এবং রবীন্দ্র সরোবর চত্বরের মূল যে রাস্তা সেটা পরিস্কার আছে। হাঁটতে অসুবিধা হবে না সান্ধ্য ভ্রমণকারীদের।