কলকাতা ব্যুরো: হাসপাতাল থেকে বেরিয়ে গল্ফ গ্রিনের বাড়ি হয়ে টেকনিশিয়ান স্টুডিও ঘুরে সাড়ে তিনটার আগেই রবীন্দ্রসদনে পৌঁছে গেল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ। এই যাত্রাপথে তার সঙ্গে ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন অন্যান্য মন্ত্রীরা। ছিলেন বেশ কিছু শিল্পী।

গল্ফ গ্রিনের তার বাড়িতে শেষ শ্রদ্ধা জানান তার প্রতিবেশীরা। তাদের কাছে সৌমিত্র ছিলেন একেবারে বর্ষিয়ান আর পাঁচটা প্রতিবেশীর মতই। এলাকার বিভিন্ন ক্লাবের পূজার অনুষ্ঠান থেকে যেকোন রকম অনুষ্ঠানের আয়োজন হলেই তার কাছ থেকে প্রয়োজন মতো পরামর্শ নিয়েছেন পাড়ার ছেলেরা। শুটিংয়ের কাজ না থাকলে বাড়ির বারান্দায় এবং তার বসার ঘরে ছিল দিন কাটানোর অন্যতম আরামদায়ক জায়গা। তার বাড়িতে শ্রদ্ধা জানাতে আসেন রাজ চক্রবর্তী সহ সিনেমা জগতের অনেক বিশিষ্ট মানুষ।

যে টেকনিশিয়ান স্টুডিও আর পাঁচজন শিল্পী কলাকুশলীর মতোই সৌমিত্র বাবুর কাছে ও ছিলো মন্দিরের মতো, সেখানেই এদিন নিয়ে যাওয়া হয় তার মরদেহ। তিনি ছিলেন স্টুডিও পাড়া শিল্পী কলাকুশলীদের সংগঠনের সভাপতিও। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন অভিনেতা অভিনেত্রী থেকে টেকনিশিয়ানরাও।

এরপরে তার দেহ নিয়ে আসা হয় রবীন্দ্র সদনে। এখন সেখানে একে একে জড়ো হচ্ছেন বিভিন্ন পেশার মানুষেরা। ইতিমধ্যেই অপর্ণা সেন, জিত সহ নামিদামি অভিনেতা-অভিনেত্রীরা আসতে শুরু করেছেন। একসময় তার সঙ্গে কাজ করা বর্ষিয়ান অভিনেত্রীরাও আসবেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। এখান থেকেই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তার দেহ নিয়ে যাওয়া হবে শ্মশানে।

Share.
Leave A Reply

Exit mobile version