কলকাতা ব্যুরো: কৃষি বিল নিয়ে বিতর্কের মধ্যে রবি শস্যের সহায়ক মূল্য বাড়ালো কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ওই সিদ্ধান্ত নেয়। সহায়ক মূল্য বাড়ানো হলো মুসুর ডাল, গম, সর্ষের। মুসুর ডালের ক্ষেত্রে কুইন্টাল প্রতি ৩০০ টাকা, গমের ক্ষেত্রে ৫০ টাকা এবং সর্ষের ক্ষেত্রে ২২৫ টাকা সহায়ক মূল্য বাড়ানো হলো। কৃষি বিলের পরিপ্রেক্ষিতে বিরোধীদের অভিযোগ, ফসলের সহায়ক মূল্য তুলে দেবে সরকার।
এক দিকে কৃষি বিলের বিরুদ্ধে সরকারের ঘরে-বাইরে প্রতিবাদ, অন্যদিকে পাঞ্জাব, হরিয়ানায় কৃষকদের প্রতিবাদের মধ্যে সরকারের এই সিদ্ধান্ত তাই তাৎপর্যপূর্ণ।