কলকাতা ব্যুরো: ব্যারাকপুরের বিজেপি নেতা মনীশ শুক্লা খুনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ যেমন স্পষ্ট অভিযোগ করছেন, যেখানে ঘটনাটা ঘটলো, তার উল্টোদিকেই থানা। অথচ নির্বিচারে গুলি চালিয়ে মনীশ খুন করে দুষ্কৃতীরা পালিয়ে গেলো অথচ পুলিশ কিছুই করতে পারলো না এখনো ? থানার সামনে কি সিসিটিভি নেই ? নাকি যেখানে যেখানে ঘটনা ঘটে, সেখানের সিসিটিভি গুলিই খারাপ থাকে ? তাহলে কেন বলবো না এই ঘটনায় তৃণমূলের সঙ্গে পুলিশের ও ভূমিকা রয়েছে ? তৃনমূল অবশ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দকেই মনীশ খুনের জন্য দায়ী করেছে। রাজ্যপাল জগদীপ ধনকর ও এই ঘটনায় টুইট করে বলেছেন, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।পুলিশ অবশ্য দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। খুনের পর দুটি বাইকে চেপে চারজন দুষ্কৃতী বিটি রোড ধরে শ্যমবাজারের দিকে পালায় বলে জানা গিয়েছে।