কলকাতা ব্যুরো : প্রতি বছর মাধ্যমিকের প্রশ্ন কাঠামো জানানো হয় শিক্ষক ও পরীক্ষার্থীদের। পর্ষদ এর তরফ থেকে কোন চ্যাপ্টার গুলি থেকে বড় প্রশ্ন আসবে অথবা কোন চ্যাপ্টার থেকে ছোট প্রশ্ন আসবে সে বিষয়ে শিক্ষক এবং পড়ুয়াদের আগে থেকে জানিয়ে দেওয়া হয়। এবার করোনার কারণে মাধ্যমিকের সিলেবাস সংক্ষিপ্ত হওয়ায় প্রশ্ন কাঠামো বদলে যাবে। সেই প্রশ্ন কাঠামো এখনো পর্যন্ত জানানো হয়নি পরীক্ষার্থীদের।

এর ফলে পরীক্ষার্থীরা ঠিকমতো প্রস্তুতি নিতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে মাধ্যমিক পর্ষদ এর উপসচিব পার্থ কর্মকার জানিয়েছেন, প্রশ্ন কাঠামো তৈরির কাজ চলছে দ্রুতই তা দিয়ে দেওয়া হবে। এবারে মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের এবছর কোন টেস্ট পরীক্ষা হবে না। দশম শ্রেণীর সব পরীক্ষার্থী এবারে মাধ্যমিকে বসতে পারবে। তবে নিজেদের মতো টেস্টের আয়োজন করতে পারে। স্কুল না খুললে সেই মকটেস্ট অনলাইনেও নেয়া যেতে পারে।

এই বিজ্ঞপ্তিতেই শিক্ষক ও পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। তাদের প্রশ্নে প্রশ্নের কাঠামো না জানলে কিভাবে হবে পরীক্ষা ? সে বিষয়ে প্রশ্ন উঠছে। ২৫শে নভেম্বর সিলেবাস সংক্ষিপ্ত করার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বেশ কয়েক দিন কেটে গিয়েছে। এখনো প্রশ্নের কাঠামো জানানো হয়নি। মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি বিষয়ের প্রশ্নের প্রশ্নপত্রের কাঠামো আগে থেকে উল্লেখ করা থাকে। শিক্ষকরা মনে করছেন ক্লাস হয়নি, টেস্ট পরীক্ষা হবেনা, টেস্ট পেপার প্রকাশিত হবে না বলে মনে হচ্ছে। এই পরিস্থিতিতে পরীক্ষার প্রশ্নের কাঠামো পরীক্ষার্থীদের জানানো অবিলম্বে প্রয়োজন।

Share.
Leave A Reply

Exit mobile version