এক নজরে

হাতরাসের পর বলরামপুর, বুলন্দশহর,আজমগড়েও ধর্ষণের ঘটনা

By admin

October 01, 2020

কলকাতা ব্যুরো: নারী নির্যাতনের ক্ষেত্রে একের পর এক ঘটনা ঘটে চলেছে উত্তরপ্রদেশে। হাতরাসের পর বলরামপুর। গণধর্ষণের শিকার হলেন আরো এক দলিত তরুণী। ধর্ষনের পর তার পা ও কোমর ভেঙে দেওয়া হয়। পরে মৃত্যু হয় ওই তরুণীর ও। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দুই জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে একজন নাবালক।ধর্ষণের ঘটনা ঘটেছে বুলন্দশহর,আজমগড়েও। দুটি ক্ষেত্রেই অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ধর্ষিতা দুজনই নাবালিকা বলে জানা গিয়েছে। ওই দুই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গিয়েছে।একের পর এক ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, যোগীর রাজত্বে ওই রাজ্যে মহিলারা কতটা সুরক্ষিত? এই প্রশ্ন উঠছে সমাজের বিভিন্ন স্তর থেকেই। এই প্রশ্নে সরব হয়েছে বিরোধী দলগুলোও।