এক নজরে

Puri Temple: লাফিয়ে বাড়ছে করোনা! ১০ জানুয়ারি থেকে বন্ধ পুরীর মন্দির

By admin

January 08, 2022

কলকাতা ব্যুরো: নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে দর্শনার্থীদের জন্য ফের খারাপ খবর শোনাল পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ ৷ জমায়েত এড়াতে জানুয়ারি মাসের পুরোটাই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। আগামী সোমবার থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যাবে মন্দির। তবে রীতি মেনে প্রতিদিন চলবে পুজো-পাঠ ৷ কেবল ভক্তসমাগম বন্ধ থাকবে ৷

শুক্রবার মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানান পুরীর জেলাশাসক সমর্থ ভর্মা। তিনি জানান, ১০ তারিখ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে পুরীর মন্দির ৷ এরপর সংক্রমণের ওঠা-নামার উপর নির্ভর করবে মন্দির খোলা হবে নাকি বন্ধ রাখা হবে ৷ ৩১ জানুয়ারির পর পরিস্থিতির উন্নতি হলে সেক্ষেত্রে সব দিক বিবেচনা করে পুনরায় খুলে দেওয়া হতে পারে জগন্নাথ মন্দির ৷

এর আগে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দফায় দফায় বন্ধ থেকেছে জগন্নাথ মন্দির ৷ সম্প্রতি ওমিক্রন আতঙ্কে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয় জগন্নাথ ধাম ৷ ওই তিনদিন জগন্নাথ দর্শন করতে পারেননি ভক্তরা ৷ তার উপর করোনায় আক্রান্ত হন মন্দিরের বেশ কয়েকজন সেবাইত ৷ শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের অনেক কর্মীর শরীরে ধরা পড়ে করোনা ৷ তারপরই সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে মন্দির বন্ধের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ।

শুক্রবার পুরীর জেলাশাসকের সঙ্গে বৈঠক করে তারা৷ সেখানে মন্দির বন্ধ রাখার পাশাপাশি, কোভিড কেয়ার সেন্টার, অ্যাম্বুল্যান্স, ব়্যাপিড রেসপন্স টিম এবং মেডিক্যাল চেক আপের সুবন্দোবস্ত রাখা নিয়েও আলোচনা হয় ৷