কলকাতা ব্যুরো: করোনা সংক্রান্ত বিধিনিষেধের জেরে গত তিনমাস বন্ধ ছিল পুরীর জগন্নাথ মন্দির। তবে আবারও ভক্তদের জন্য খুলে গেলো বিশ্ব বিখ্যাত এই মন্দির। সোমবার থেকে দর্শনার্থীরা যেতে পারবেন মন্দিরে। পুজো দিতে পারবেন। তবে সোম থেকে শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দির খোলা থাকবে বলে জানা গিয়েছে।
পুরীর জগন্নাথ মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন বা এসজেটিএ ৷ তাদের তরফে দর্শনার্থীদের জন্য এসওপি-ও তৈরি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, শনি ও রবিবার সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে মন্দির ৷ ওই দু’দিন মন্দির চত্বরে স্যানিটাইজেশনের কাজ করা হবে ৷ প্রসঙ্গত, করোনার দাপট একটু থিতিয়ে পড়তেই তিন মাস পর ১২ আগস্ট প্রথম মন্দির খোলে। ১২ থেকে ১৬ আগস্ট শুধুমাত্র সেবক ও তাদের পরিবার দর্শনের সুযোগ পায়। এরপর দ্বিতীয় দফায় ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত শুধুমাত্র পুরীর বাসিন্দাদেরই মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়। ২১ ও ২২ আগস্ট অর্থাৎ শনি ও রবিবার বন্ধ থাকার পর ২৩ আগস্ট থেকে সারাদেশের মানুষের জন্যই জগন্নাথ মন্দিরের দরজা খুলে গেল। সব দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে, তবে কড়া বিধিনিষেধ মেনেই।
তাছাড়া মন্দিরের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার জন্য দু’টি আলাদা দরজা ব্যবহার করা হবে ৷ মন্দিরের উত্তর-পূর্ব দিকের সিংহদুয়ার দিয়ে প্রবেশ করতে হবে। আর উত্তর দুয়ার দিয়ে বের হতে হবে। সকাল ৭টা থেকে মন্দিরে প্রবেশের জন্য লাইন দিতে হবে ভক্তদের। মন্দিরে প্রবেশের জন্য ভক্তদের করোনার ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়ে রাখতে হবে। অথবা ৯৬ ঘণ্টা আগে করোনার পরীক্ষা করাতে হবে। আর সেই পরীক্ষার ফল অবশ্যই নেগেটিভ হতে হবে। আর আধার কার্ড বা ভোটার কার্ডের মতো কোনও একটি সরকারি পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
অন্যদিকে মন্দির চত্বরে দর্শনার্থীদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। তাঁদের থার্মাল স্ক্যানিং করা হবে শরীরের তাপমাত্রা পরীক্ষা করার জন্য৷ মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে এসজেটিএ-র তরফে ৷ তারা জানিয়েছে যে মন্দিরে জগন্নাথ-বলরাম-সুভদ্রার মূর্তি ছোঁয়া যাবে না ৷ কোনও ফুল নিয়েও যাওয়া যাবে না ৷ ভোগ পাওয়া যাবে না এবং প্রদীপ জ্বালানো যাবে না ৷