এক নজরে

#PuriJagannathTemple: ১ জুলাই থেকেই ভক্তদের দর্শন দেবেন জগন্নাথ

By admin

June 20, 2022

কলকাতা ব্যুরো: জগন্নাথের রথযাত্রা দেশের অনেক জায়গায় ধুমধাম করে পালন করা হয়। তবে, ওডিশার পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার খ্যাতি ভারত-সহ গোটা বিশ্বে রয়েছে। যে রথযাত্রার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

পুরীর রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায় স্নানযাত্রার দিন। মঙ্গলবার জগন্নাথদেবের স্নানযাত্রার সূচনা হয়েছে। আর তারপর থেকেই বহুকালের নিয়ম মেনে তিনটি আলাদা আলাদা রথ নির্মাণ করা হচ্ছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য। বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি করা হয় এই তিনটি রথ।

কোভিডের দুই বছর পর এবার আবার ভক্তকুলের সামনে আসতে চলেছেন জগন্নাথ। তাই পুরীতে এবছর সাজসাজ রব। আষাঢ় মাস পড়তেই শুরু হয়ে গিয়েছে রথযাত্রার আয়োজন। এবার বিধিনিষেধ না থাকায় স্নানযাত্রার দিনেই পুরীতে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়েছে।

আগামী ১ জুলাই থেকে ভক্তদের দর্শন দেবেন জগন্নাথ। এর জন্য ভগবান জগন্নাথ, তাঁর বোন সুভদ্রা এবং বড় ভাই বলরামকে নিয়ে রথে চড়বেন। জগন্নাথের দ্বাদশ মহোৎসবের মধ্যে রথযাত্রাই সবথেকে বড়। ওডিশা সহ গোটা ভারত থেকেই ভক্তরা এই সময় পুরীতে আসেন। প্রাচীন বিশ্বাস অনুযায়ী, এই দিনেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্ম হয়েছিল। তাই অনেকের মতে, এটাই জগন্নাথের জন্মদিন।

ভক্তরা এও বিশ্বাস করেন যে, এইদিনে জগন্নাথ দর্শন করলে জীবনের সব পাপ ধুয়ে যায়। তাই স্নানযাত্রায় প্রতিবছরই লাখো পুণ্যার্থীর ভিড় হয়।