এক নজরে

Amarinder Singh: পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা অমরিন্দর সিংয়ের

By admin

September 18, 2021

কলকাতা ব্যুরো: জল্পনা আগেই ছিল। এবার এই জল্পনাকে সত্যি করে শনিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অমরিন্দর সিং। এদিন বিকেল ৪টে থেকে সাড়ে ৪টে নাগাদ রাজভবনে পৌঁছান তিনি ৷ রাজ্যপালের হাতে তাঁর পদত্যাগপত্র তুলে দেন। এরপর রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন।

শনিবার সকাল থেকেই শোনা যাচ্ছিল কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন অমরিন্দর সিং। তিনি জানান, দলে তিনি অসম্মানিত হচ্ছেন ৷ তাই তিনি পদত্যাগ করতে চান ৷ এই খবর সামনে আসতেই স্বাভাবিকভাবে হইচই পড়ে যায় ৷ সূত্রের দাবি, নতুন কোনও নেতাকে ভোটের আগে পঞ্জাবের মসনদে বসাতে চায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ আর সেটা আঁচ করেই আগেই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করলেন অমরিন্দর সিং ৷ রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান অমরিন্দর ৷ তিনি বলেন, আমি অপমানিত বোধ করেছি ৷ আমি আজ সকালে কংগ্রেসের সভানেত্রীর সঙ্গে কথা বলেছিলাম ৷ জানিয়েছিলাম, আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চাই। তাঁর পরবর্তী পদক্ষেপ হিসাবে জানান, আমি কংগ্রেসে আছি ৷ আমি আমার কংগ্রেসের সহকর্মী ও সমর্থকদের সঙ্গে কথা বলব ৷ তারপর ভবিষ্যতের সিদ্ধান্তের কথা জানাব ৷

পাশাপাশি পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বলেন, যাঁর উপর দলের হাইকম্যান্ডের বিশ্বাস আছে, তাঁকেই মুখ্যমন্ত্রী করবেন ৷

তবে অমরিন্দর সিংয়ের পদত্যাগ নিয়ে কংগ্রেসকে খোঁচা মারতে ছাড়েননি ওমর আবদুল্লাহ ৷ টুইটে তিনি বলেন, আমি মনে করি, বিজেপিকে যে কংগ্রেস টক্কর দেবে, এটা আশা করা উচিৎ না। তাদের রাজ্যের নেতারা তো এখন নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত।”

প্রসঙ্গত, পঞ্জাব কংগ্রেসে বেশ কিছুদিন ধরেই গোলমাল চলছে ৷ পরের বছর সেখানে বিধানসভা নির্বাচন ৷ অমরিন্দর সিংয়ের সঙ্গে সিধুর সম্পর্ক ভাল ছিল না ৷ দুই গোষ্ঠীর মধ্যে অন্তর্দন্দ্বে জর্জরিত ছিল পঞ্জাব কংগ্রেস ৷ তার আগে এই অন্তর্কলহ স্বাভাবিকভাবে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীদের কপালে চিন্তার ভাঁজ চওড়া করছিল ৷ এই পরিস্থিতিতে সমস্যা মেটাতে পঞ্জাবের প্রদেশ সভাপতি পরিবর্তন করে কংগ্রেস ৷ দায়িত্ব দেওয়া নভজ্যোত সিং সিধুকে ৷ তারপরেও ক্ষোভ কমেনি অমরিন্দরের বিরুদ্ধে ৷ অমরিন্দর সিংকে সরাতে সিধুর অনুগামীরা কোমর বেঁধে নেমেছেন বলে অভিযোগ ৷ অবশেষে, আজ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অমরিন্দর সিং ৷ শোনা যাচ্ছে, তাঁর জায়গায় নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুনীল জাখর ৷