কলকাতা ব্যুরো: রাস্তায় কেন্দ্রীয় বাহিনী, সেনা ও পুলিশের নাকা চেকিংয়ের সময় গুলি চলল তাদের উপরে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার মালওয়া এলাকায়।
পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী রাস্তায় ব্যারিকেড করে যাতায়াত করা গাড়িতে তল্লাশি চালাচ্ছিল। সে সময় খুব কাছ থেকে গুলি চলে সেখানে। জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। কিন্তু এদিন সকাল পর্যন্ত সেখানে হতাহতের কোন খবর নেই।