এক নজরে

পুলিৎজার তিন ভারতীয় বংশোদ্ভূতের

By admin

June 15, 2021

মৈনাক শর্মা

২০১৭ সালে উইঘুর মুসলীম ধর্মের অনুসারী লোকেদের ডিটেনশন ক্যাম্পে আটক করে চিন। সেই সময়ে BuzzFeed সংবাদমাধ্যমের হয়ে জিনজিয়াং শহরের একটি ডিটেকশন ক্যাম্পের অবস্থার চিত্র দুনিয়াতে তুলে ধরেন মেঘা রজগপালান। এই ভিত্তিকে কেন্দ্র করে মেঘা সহ তার দলের দুই সদস্যকে সম্মানিত করা হয় পুলিৎজারে।

নিজের ভূখণ্ডের গোপনীয়তা বজায় রাখার অন্যতম সেরা দেশ চিন। ফলে নিজের গোপনীয়তা দুনিয়ার থেকে লুকাতে মেঘার ভিসা বাতিল করে তাকে দেশের বাইরে বের করতেও দ্বিধা করেনি চিন সরকার। মেঘা তার দলের সদস্যদের নিয়ে বিভিন্ন সাটেলাইট ছবির মাধ্যমে প্রায় ৫০ হাজার এলাকাতে এই ক্যাম্প গুলীর খুঁজে বের করে।

সংবাদমাধ্যম Buzzfeed এর মতে ২৬০ টি ডিটেনশন ক্যাম্পের সন্ধান পাওয়া যায়। যাতে ১০ হাজার মানুষের বেশি কে আটক করে রাখা হয়। এদের সবাই মুসলীম ধর্মের অনুসারী। চীনের তৈরী ক্যাম্প গুলীর অবস্থা খুবই খারাপ। তাছাড়া ক্যাম্পে বন্দি লোকজনদের দিয়ে বিনা মজুরিতে কাজ করতেও বাধ্য করে চিনা প্রসাশন।

Buzzfeed সংবামাধ্যম এই রিপোর্টের পড়েই চীনে নিষিদ্ধ হয় মেঘা। তিনি তার দল নিয়ে চলে আসেন কাজাগিস্থানে। সেখানেও দেখা যায় একাধিক মুসলীম শরণার্থীদের। চীন ছেড়ে বহু মুসলীম ধর্মের মানুষ পালিয়ে যায় কাজাগিস্থানে এমনই তথ্য দিয়েছে BuzzFeed।

মেঘা ছাড়াও আরো ভারত বুংশ টেম্পা বে ( Times) ও নেলি বেদি কে অঞ্চলির সাংবাদিকতার ভিত্তিতে পুলিৎজারে সম্মানীত হয় ।