কলকাতা ব্যুরো: পুজোর সময় চলবে ১৯৬ টি উৎসব স্পেশাল ট্রেন। ২০ থেকে ৩০ অক্টোবর অতিরিক্ত ভিড় সামাল দিতেই চলবে ট্রেনগুলি। এই বিষয়ে ইতিমধ্যেই রেল বোর্ডের তরফে জানানো হয়েছে রেলের ডিভিশনগুলিকে। রেলের ডিভিশনগুলির তরফে এবিষয়ে আবেদন জানানো হয়েছিলো রেল বোর্ডের কাছে। সেই আবেদনের ভিত্তিক এই সিদ্ধান্ত রেল বোর্ডের।

১৯৬ টি ট্রেনের মধ্যে এরাজ্যেও রয়েছে কয়েকটি। শিয়ালদা- নিউ জলপাইগুড়ি এবং হাওড়া-পুরীর মধ্যে চলবে উৎসব স্পেশাল ট্রেনগুলি। মূলত পর্যটকদের কথা ভেবেই এই ট্রেনগুলি চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version