কলকাতা ব্যুরো: এবার পুজোর সময় থেকে রাজ্যের পূজারীদের পুরোহিত ভাতা দেবে রাজ্য সরকার। নবান্নে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে পুরোহিতদের এই ভাতা দেওয়া নিয়ে সিদ্ধান্তকে ঘিরে জটিলতা তৈরি হয়। ফলে দীর্ঘদিন সেই সিদ্ধান্ত স্থগিত হয়ে যায়। এবার দুর্গা পূজার মরশুমে পুরোহিত ভাতা চালু হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।