এক নজরে

ফিতে দিয়ে দশ মিটার মাপা শুরু পূজো উদ্যোক্তাদের

By admin

October 19, 2020

কলকাতা ব্যুরো : আদালতের রায় মেনে ইতিমধ্যে দশ মিটার মাপা শুরু করে দিয়েছেন পূজো উদ্যোক্তারা। উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে এই কাজ করতে দেখা গেলো পূজো উদ্যোক্তাদের। একডালিয়া এভারগ্রীন এ সন্ধে বেলা এই কাজ শুরু করলেন উদ্যোক্তারা। মেপে দেখা গেলো দশ মিটার দুরত্ব বিধি মেনে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে প্রতিমার মুখ ও মণ্ডপ। কিন্তু এক রকম ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল আর এক রকম ভাবে মণ্ডপ সাজাতে হচ্ছে এতে বেশ বেগ পেতে হচ্ছে কর্মকর্তাদের। একই দৃশ্য দেখা গেলো ভবানীপুর ৭৫ পল্লীর পুজোয়। এখানে জায়গা সল্প পরিসরে।

এছাড়া উদ্যোক্তাদের মধ্যে একটা ধন্দ দেখা দিয়েছে। কোন জায়গা থেকে দশ মিটার দূরত্ব মাপা হবে তাই নিয়ে। যদি প্রতিমা থেকে দশ মিটার মাপা হয় তবে ব্যাপারটা উদ্বেগের নয়। কিন্তু মণ্ডপ থেকে দশ মিটার মাপা হলে প্রতিমার মুখ ঠিকমতো দেখা যাচ্ছে না। এদিকে আবার দর্শনার্থীদের ভিড় চোখে পড়লো উত্তরের বিখ্যাত পূজো মণ্ডপ শ্রীভূমির পুজোয়। আদালতের রায় কার্যকর হবার আগে যতখানি প্রতিমা দর্শন করে নেওয়া যায় সেই আশা নিয়েই ভিড় হয়েছে এখানে।

জেলার কিছু পুজোর অবস্থাও তথৈবচ। বোলপুর জাম্বনি সাধারণ দুর্গোৎসব ওখানকার বড়ো পূজো। মেলার আয়োজন ছিল সেখানে। কিন্তু আদালতের রায়কে সন্মান জানিয়ে পূজো হবে জানানো হলো উদ্যোক্তাদের পক্ষ থেকে। বালুরঘাট অভিযাত্রী ক্লাবের পক্ষ থেকে সায়ন্তন ঘোষ জানালেন তাদের সমস্যা অঞ্জলি নিয়ে। ১০ মিটার দূরত্ব বিধি মেনে কি ভাবে দর্শনার্থীরা এবং পাড়ার লোকরা অঞ্জলি দেবেন তা ভেবে পাচ্ছেন না উদ্যোক্তারা। অনেক পূজো কমিটি আবার প্রশ্ন করেছেন দশ মিটার দূরত্বকে মেনে যারা প্রতিমা দর্শনে আসবেন সে জায়গায় ভিড় হলেও তো করোনা হবার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। সব মিলিয়ে আদালতের রায় যতক্ষণ না স্পষ্ট হচ্ছে ততক্ষণ পূজো নিয়ে ধন্দে থেকে যাবেন উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ।