এক নজরে

পুজোয় সারারাত মেট্রো নয়

By admin

October 15, 2020

কলকাতা ব্যুরো : করোনা পরিস্থিতিতে সারারাত পুজোয় মেট্রো চালাতে রাজি নন মেট্রো কর্তৃপক্ষ। আগামী এক সপ্তাহের মেট্রো ট্রেনের সংখ্যা এবং পরিষেবার সময় আরো কিছুটা বাড়ালেও ভোর পর্যন্ত ট্রেন না চালানোর কথাই কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ভেবে রেখেছেন। অন্যান্য বছর পুজো আসার অন্তত একমাস আগেই উৎসবের দিন গুলিতে মেট্রো পরিষেবা কেমন থাকবে তার আ গাম পরিকল্পনা করা হয়। বিভিন্ন স্টেশনে নিয়ন্ত্রণের পরিকল্পনা ছাড়াও কাগজের টিকিট এবং পুজো গাইড সংক্রান্ত লিফলেট প্রকাশের মতো একাধিক বিষয়ে থাকে ওই পরিকল্পনায়।

মেট্রো সূত্রে খবর এই বছর এখনো পুজোর জন্য আলাদা করে কোনো পরিকল্পনা হয়নি। আগের বছরগুলোতে তৃতীয়া থেকেই রাস্তায় পূজার ভিড়ের ঠেলায় গতবছর ওই সময় থেকেই শেষ মেট্রোর সময় পিছিয়ে দেওয়া হয়েছিল। চতুর্থী এবং পঞ্চমীর দিন মেট্রোয় যাত্রী সংখ্যার নিরিখে রেকর্ড ভিড় হয়েছিল। তবে করোনা সংক্রমনের জন্য পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। ৬ মাস মেট্রো পরিষেবা বন্ধ ছিল। ১৪ সেপ্টেম্বর থেকে যাত্রীদের সংখ্যা কম রেখে আবার মেট্রো পরিষেবা চালু হয়েছে। শুরুতে কম চালানো হলেও, গত কয়েক সপ্তাহ যাত্রীদের কথা মাথায় রেখে ট্রেনের সংখ্যা বাড়িয়ে ১৪৬ করা হয়েছে। দৈনিক যাত্রীসংখ্যা সপ্তাহে ৭৭০০০ ছাড়িয়েছে।

তবে পুজোয় ভোর পর্যন্ত মেট্রো পরিষেবা আগের বছরগুলোর মতো এবছর পাওয়া যাবে না বলেই মেট্রো কর্তৃপক্ষ মত প্রকাশ করেছেন। জানা গেছে ভোর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকলে মানুষের বেরোনোর প্রবণতা বাড়বে বলে মনে করছেন মেট্রো কর্তাদের একাংশ। করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে বাড়তি সময় পরিষেবা দেওয়ার পক্ষপাতী নয় মেট্রো কর্তৃপক্ষ। তবে জানা গিয়েছে মানুষের চাহিদার কথা মাথায় রেখে পরিষেবা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে মেট্রো।