%%sitename%%

এক নজরে

Weather Updates Bengal: টানা বৃষ্টিতে ব্যাহত দক্ষিণবঙ্গের জনজীবন

By admin

September 15, 2021

কলকাতা ব্যুরো: অতি গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগেই। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি ক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। সেইসঙ্গে নিম্নচাপের প্রভাব ক্রমশ কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে। এর জেরে বৃষ্টির পরিমাণও কমবে ৷ বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিন দুর্যোগ কেটে গিয়ে কলকাতায় রোদের দেখা মিলেছে। কিন্তু আবহাওয়ার স্থায়িত্ব কতদিন? সপ্তাহ শেষে বঙ্গোপসাগরে ফের ঘনিয়ে উঠছে ঘূর্ণাবর্ত। আবার বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে,পূর্ব মেদিনীপুর,দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে কমলা সর্তকতা জারি করা হয়েছে। এছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়াতেও হলুদ সর্তকতা রয়েছে।

এই মুহূর্তে নিম্নচাপ উত্তর ছত্তিশগড়ে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হবে। নিম্নচাপ আমাদের রাজ্য থেকে বেশ দূরে রয়েছে। তবে নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করেছে রাজ্যে। অতিরিক্ত পরিমাণে জলীয়বাষ্প থাকায় রাজ্যে বৃষ্টিপাত চলছে। আজও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ও তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে দুর্যোগ কেটে যাবে ৷ বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টির পরিমাণ কমে আসবে।

অন্যদিকে টানা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের জনজীবন। রবিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে উপকূলের জেলাগুলিতে। একটানা বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের একাধিক উপকূল তীরবর্তী এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। টানা বৃষ্টির জেরে নিচু এলাকাগুলিতে ইতিমধ্যেই জল ঢুকে গিয়েছে। অধিকাংশ রাস্তা জলমগ্ন ৷ ফলে, বুধবার সকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে রাস্তা প্রায় জনমানব শূন্য। আকাশে ঘন কালো মেঘ সঙ্গে চলছে দমকা হাওয়ার দাপট।

ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে জারি করা হয়েছে সতর্কবার্তা। সমুদ্র উত্তাল তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দফতর । অবিরাম বৃষ্টির জেরে ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, বারুইপুর, ক্যানিং, বাসন্তী, গোসাবা, ডায়মন্ডহারবার, কাকদ্বীপ সহ একাধিক জায়গা জলমগ্ন। যদিও, বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের ৷

প্রসঙ্গত, বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে কোথাও কোথাও। আগামী ২৪ ঘণ্টাতেও বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৬৩.৩ মিলিমিটার। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।