কলকাতা ব্যুরো : অভিষেক ব্যানার্জিকে মানহানির আইনী নোটিশ পাঠালেন জননেতা শুভেন্দু অধিকারী। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালেন শুভেন্দু অধিকারী। দক্ষিণ চব্বিশ পরগণার কুলতলির সভায় শুভেন্দু অধিকারী সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলি এনেছিলেন, তা তাঁর সম্মানহানি করেছেন বলেই চিঠিতে অভিযোগ করেছেন বিজেপি নেতার আইনজীবী। কুলতলির সভা থেকে সুদীপ্ত সেনের লেখা একটি চিঠি দেখিয়ে শুভেন্দু সম্পর্কে বেশ কিছু অভিযোগ করেছিলেন অভিষেক। শুভেন্দুর আইনজীবী প্রশ্ন তুলেছেন, জেলে বসে লেখা সুদীপ্ত সেনের চিঠি কীভাবে জনসভায় এল?
পাশাপাশি পরিকল্পনা করেই ওই চিঠি লেখানো হয়েছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দুর আইনজীবী। বিচারাধীন মামলার বিষয় নিয়ে অভিষেক মন্তব্য করেছেন বলেও শুভেন্দুর তরফে অভিযোগ তোলা হয়েছে। চিঠি পাওয়ার আটচল্লিশ ঘণ্টার মধ্যে যদি অভিষেক যদি নিজের মন্তব্যের জন্য ক্ষমা না চান, সেক্ষেত্রে দেওয়ানি বা ফৌজদারি মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিঠিতে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানার পাশাপাশি দু’টি ই মেল মারফত আইনি নোটিস পাঠানো হয়েছে। প্রসঙ্গত, কয়েক দিন আগে একই কায়দায় শুভেন্দু অধিকারীকেও আইনি নোটিস পাঠিয়েছিলেন অভিষেক।
শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগদানের পর থেকেই প্রায় প্রতিটি সভায় নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ বলে আক্রমণ করেছেন। অন্যদিকে অভিষেকও শুভেন্দুর নাম না করে তাঁর বিরুদ্ধে নারদা, সারদায় টাকা নেওয়ার অভিযোগে সরব হয়েছেন।