কলকাতা ব্যুরো: এসএসসি নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে প্রদীপ্ত অর্জুন নামে জনৈক এক ব্যক্তি মামলা দায়ের করেন। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা।
মামলাকারী প্রদীপ্ত অর্জুনের দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি পরেশ অধিকারীর নামও জড়িয়েছে। তাঁর মেয়ে চাকরি হারিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে, কেন পরেশ অধিকারীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না? রাজ্যের এই যুক্তি দেখিয়েই শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে রাজ্য মন্ত্রিসভা থেকে সরানোর দাবি জানিয়েছেন মামলাকারী।
উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলার জল গড়িয়েছে কলকাতা হাই কোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মামলার তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী একাধিকবার নিজাম প্যালেসে যান। দফায় দফায় তাঁদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা বেআইনিভাবে চাকরি পেয়েছেন বলেই দাবি হাইকোর্টের। সেই মতো তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দু’দফায় ৪১ মাসের প্রাপ্ত বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত।