এক নজরে

PublicHolidayWednesday: হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষ্যে ছুটি ঘোষণা রাজ্যের

By admin

March 26, 2022

কলকাতা ব্যুরো: অর্থবর্ষের শেষের আগের দিনে সরকারি ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। অর্থবর্ষের শেষের আগের দিন স্বাভাবিকভাবেই চাপ থাকে সরকারি কর্মচারীদের। সরকারি অফিসারদের আরও একটু কষ্ট বাড়িয়ে মতুয়াদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে এই ছুটি ঘোষণা করলেন তিনি।

প্রসঙ্গত, তৃণমূল সরকার মতুয়াদের জন্য হরিচাঁদ গুরুচাঁদ কলেজ তৈরির কাজ শুরু করেছে। শুধু তাই নয়, যতদিন বড়মা বীণাপাণি দেবী বেঁচে ছিলেন তার চিকিৎসার ব্যবস্থাও করেছিল এই সরকার। পরেও ভোটের প্রচারে গিয়ে হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো প্রতিশ্রুতি পূরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হরিচাঁদ ঠাকুরের জন্মদিন মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি অনুযায়ী পালিত হয়। আর সেই অনুযায়ী এবার জন্মদিবস পড়েছে ৩০ মার্চ অর্থাৎ অর্থবর্ষ শেষের ঠিক আগের দিন। সাধারণত অর্থবর্ষ শেষের আগের দিন কাজের চাপ থাকে প্রচুর কিন্তু সরকারী ছুটি থাকার কারণে ৩০ মার্চের আগেই সব কাজ গুছিয়ে নিতে হবে। কাজেই ওই দিন ছুটি থাকায় অর্থ দফতরের ওপর বাড়তি চাপ পড়বে বলে জানাচ্ছেন সরকারি কর্মচারীরা ৷