কলকাতা ব্যুরো: করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব ধীরে ধীরে গোটা বিশ্বেই ফের আতঙ্ক ছড়াচ্ছে। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার করোনার কবল থেকে রক্ষা পেলেন না আর্জেন্তানইন কিংবদন্তি লিওনেল মেসিও। রবিবার মেসির ক্লাব প্যারিস সাঁ-জাঁর তরফে তাঁর করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে জানানো হয়। তবে শুধু মেসি একা নন। তাঁর তিন পিএসজি সতীর্থও একই সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে পিএসজির তরফে জানানো হয়, ‘চার জন খেলোয়াড় যাদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁরা হলেন লিও মেসি, জুয়ান বার্নাট, সার্জিও রিকো এবং ন্যাথন বিটুমাজালা। ওরা বর্তমানে নিভৃতবাসে রয়েছে এবং সমস্ত বিধিনিষেধ মেনে চলছেন।

লিওনেল মেসি এবং তাঁর তিন সতীর্থ করোনা আক্রান্ত হওয়ায় সোমবার (৩ ডিসেম্বর) ভানেসের বিরুদ্ধে ফ্রান্সের কাপ প্রতিযোগিতা কুপ দে ফ্রান্সের ম্যাচে খেলতে পারবেন না। নেইমারও নিজের চোট সারিয়ে না উঠায় ভানেস তো বটেই, তার পরের ম্যাচে লিয়ঁর বিরুদ্ধেও মাঠে নামতে পারবেন না। তিনি বর্তমানে নিজের ব্রাজিলে থেকেই সেরে উঠার কাজ চালিয়ে যাচ্ছেন।

এই মরসুমেই ছোটবেলার ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজি-তে যোগ দেন মেসি। সোমবার পিএসজি-র খেলা রয়েছে ফরাসি কাপে। তৃতীয় ডিভিশনের দল ভানেসের বিরুদ্ধে খেলার কথা তাদের। সেই ম্যাচ হবে কি না তা এখনও জানা যায়নি।

Share.
Leave A Reply

Exit mobile version