কলকাতা ব্যুরো: বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহের বাংলা সফরের প্রতিবাদে পথে নামলো প্রদেশ কংগ্রেস সহ বিজেপি বিরোধী অন্যান্য সংগঠনগুলি। এনআরসি, সিএএ বিরোধিতায় এদিন এক মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয় এনআরসি বিরোধী মঞ্চের পক্ষ থেকে। বেলা বারোটা নাগাদ জমায়েত হয় ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে।

এদিন কেন্দ্রের নয়া কৃষি ও কৃষি বিপণন আইনের বিরুদ্ধে এদিন বিধান ভবনের সামনে এক অবস্থান বিক্ষোভে সামিল হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ওই বিলের বিরুদ্ধে প্রথম থেকেই কংগ্রেস, তৃনমূল কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলি তো বটেই, এমনকি বিরোধিতা শোনা যায় এনডিএ শরিকদের মধ্যে থেকেও। ওই বিলের প্রতিবাদ করেই এনডিএ ছাড়ে এনডিএ -র দীর্ঘদিনের সঙ্গী অকালি দলও।

অন্যদিকে, বিহার নির্বাচনের শেষ দফার প্রচারে এনআরসি প্রসঙ্গ তোলায় গতকালই যোগী আদিত্যনাথের সমালোচনা করেন নীতিশ কুমার। কিন্তু ওই বিতর্ক উস্কে দিয়েই বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলেন, ২০২১ -র ভোটের আগেই এরাজ্যে সিএএ লাগু হবে। এই প্রসঙ্গে শাহের দুদিনের বাংলা সফরে সিএএ এবং এনআরসি -র প্রদঙ্গটি আবার সামনে আসা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Share.
Leave A Reply

Exit mobile version