কলকাতা ব্যুরো: কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে দেশ জোড়া বিক্ষোভের আঁচ এবার ছড়িয়ে পড়লো কলেজ স্ট্রিটে। শুক্রবার কলেজ স্ট্রিটের চার মাথার মোড়ে এসএফআই ও ডিওয়াইএফআই-এর কর্মী সমর্থকরা মিছিল করছিল। অভিযোগ সেই মিছিল আটকে দেয় পুলিশ। তারপরই বিক্ষোভকারীরা পথ অবরোধ করে। ঘটনার জেরে ব্যাহত হয় যান চলাচল।
বিক্ষোভকারীদের বক্তব্য, সেনায় যোগ দেওয়ার প্রস্তুতি নিতেই তাঁদের অনেক সময় লেগে যায়। তার পর প্রশিক্ষণের জন্য অন্তত দু’বছর সময় লাগে। এই স্বল্প সময়ের জন্য তাঁরা সেনায় গিয়ে কী করবেন?
কেন্দ্র জানিয়েছে, সেনায় শূন্যপদ এবং যোগ্যতার ভিত্তিতে চতুর্থ বছরের শেষে সেই ব্যাচের সর্বাধিক ২৫ শতাংশ ‘অগ্নিবীর’কে সেনায় নিযুক্ত করা হবে। বিক্ষোভকারীরা বলছেন, চুক্তিভিত্তিক এই কাজের মেয়াদ শেষে যাঁদের ফিরে আসতে হবে, তাঁদের ভবিষ্যত কোন দিকে গড়াবে, তারও কোনও নিশ্চয়তা নেই।