এক নজরে

Anis Khan Death: আনিস খুনের আঁচ রাজধানীতেও

By admin

February 23, 2022

কলকাতা ব্যুরো: এবার রাজ্যের গণ্ডি ছাড়িয়ে আনিস খানের মৃত্যু রহস্যে উত্তাল দেশ। অবস্থান বিক্ষোভ থেকে মিছিল, স্লোগানে শহর কলকাতার পাশাপাশি উত্তপ্ত হয়ে উঠলো রাজধানী দিল্লিও। ছাত্রনেতার মৃত্যুর প্রতিবাদের আঁচ ক্রমেই ছড়িয়ে পড়ছে সর্বত্র। দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছে একাধিক ছাত্র সংগঠন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার জেএনইউ-এর আন্দোলনরত পড়ুয়ারা মিছিল করে বঙ্গভবনের দিকে যায়।

এদিকে জমায়েত রুখতে বঙ্গ ভবনের আগেই প্রস্তুত ছিল দিল্লি পুলিশ। আন্দোলনরত পড়ুয়াদের আটক করা হয়। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন, ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফেডারেশন ও স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া যৌথভাবে বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়।

পাশাপাশি এদিন কলকাতাতেও একাধিক জায়গায় মিছিল ও বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। দোষীদের গ্রেফতারের দাবিতে বুধবার পার্ক সার্কাসে মিছিল করে এসএফআই। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বেধে যায়। দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পার্ক সার্কাস চত্বর। বিক্ষোভের নেতৃত্ব দেন বাম নেত্রী দীপ্সিতা ধর।

অন্যদিকে মঙ্গলবার থেকেই রাতভর অবস্থানে বসেন কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মতো একাধিক বিশ্ববিদ্যালয়ের বাম কর্মীরা। দোষীরা সাজা না পাওয়া পর্যন্ত তাঁরা অবস্থানের ডাক দিয়েছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার মহাকরণ অভিযানের সময় পুলিশ ছাত্রছাত্রীদের উপর অত্যাচার চালায় এই অভিযোগে বুধবার রাজ্যজুড়ে ‘ব্ল্যাক ডে’ পালন করছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের এক পড়ুয়া বলেন, গতকাল পুলিশ যখন আমাদের আটকানোর চেষ্টা করে, তখন আমরা বলেছিলাম যে, আমাদের মধ্যে কয়েকজনের একটি প্রতিনিধি দলকে শান্তিপূর্ণ ভাবে ডেপুটেশন জমা দিতে অনুমতি দেওয়া হোক। কিন্তু পুলিশ আমাদের এই কথা তো শুনলোই না বরং ছাত্রদের উপর অকথ্য হামলা করলো। এই হামলার আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা করছি। আনিস খানের হত্যার তো কোনও ন্যায় হচ্ছে না বরং যাঁরা তাঁর হত্যার বিচার চাইছে তাঁদের গ্রেফতার করা হলো।

আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর পর চার দিন কেটে গিয়েছে। এখনও অধরা মূল অভিযুক্ত। শহর পেরিয়ে জেলাতেও প্রকাশ্যে আসছে বিক্ষোভের ছবি। আনিসের মৃত্যুর তদন্ত ও বিচারের আর্জি নিয়ে অবস্থান পড়ুয়াদের। এরই মধ্যে বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আনিস হত্যাকান্ডে কাণ্ডে ২ পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।