এক নজরে

আগামী বছর অন্তত জুলাই পর্যন্ত মাস্ক আর সোশ্যাল ডিসটেন্স মেনে চলুন

By admin

October 19, 2020

কলকাতা ব্যুরো: মাস্ক এবং সোশ্যাল ডিসটেন্স এখনই আমাদের পিছু ছাড়ছে না। উল্টো করে বলতে হলে বলতে হয়, আগামী বছর জুলাই মাস পর্যন্ত অন্তত মাস্ক পরা এবং সোশ্যাল ডিসটেন্স মেনে চলা প্রয়োজন। একথা বলছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন তৈরি করছে যে দল তার প্রধান, অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড।ওই অধ্যাপক এর বক্তব্য, এখন যা পরিস্থিতি, তাতে আগামী বছর গরম পরার আগে কোন মতেই আমাদের জীবন থেকে করোনা যাবে না। ফলে আমাদের জীবনে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে অন্তত জুলাই মাস পর্যন্ত লেগে যাবে বলে মনে করছেন ওই অধ্যাপক। এই অবস্থায় কমপক্ষে আগামী বছর জুলাই মাস পর্যন্ত মাস্ক পরা এবং সোশ্যাল ডিসটেন্স মানা জরুরি।যদিও এ দেশের স্বাস্থ্যমন্ত্রক গত কয়েকদিন ধরে আশার বাণী শোনাচ্ছে। তাদের বক্তব্য, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে এদেশ থেকে করোনা বিদায় নেবে। ফলে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ছিলেন। তাছাড়া গত কয়েক দিনের করোনার তথ্য বলছে, এরাজ্যে ছাড়া গোটা দেশের ক্ষেত্রে সংক্রমণ ধীরে ধীরে কমছে। ফলে স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্যের পক্ষে অনেকটাই যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছিল। কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এই অধ্যাপকের বক্তব্যে নতুন করে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আমজনতা থেকে দেশের চিকিৎসকমহলের।