কলকাতা ব্যুরো: কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মিছিল করলেন আসানসোলের গুরুদুয়ারা প্রবন্ধ কমিটির সদস্যরা। এদিন আসানসোল থেকে ট্রাক্টর ও বাইকের মিছিল নিয়ে তারা পৌঁছে যান জেলাশাসকের অফিসে। সেখানে জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে।এই উপলক্ষে এ দিন বিশাল মিছিলে অংশ নেন শিখ সম্প্রদায়ের মানুষেরা। রীতিমতো ট্রাক্টর নিয়ে তারা মিছিল করেন আসানসোল শহরের মধ্যে। কেন্দ্রের কৃষক বিরোধী কৃষি আইন বাতিল করার পক্ষে তারা জোরালো আওয়াজ তোলেন।