কলকাতা ব্যুরো: জাতীয় ক্রীড়া দিবসে এবার পাঁচ জন ক্রীড়াবিদ রাজীব গান্ধী খেলরত্ন পাচ্ছেন। ক্রিকেটার রোহিত শর্মা, মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাত, টেবিল টেনিসে মনিকা বাত্রা, প্যারালিম্পিয়ান মরিয়াপ্পান থাংগাভেলু এবং মহিলা হকি খেলোয়াড় রানী রামপাল রাজীব এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। করোনা আবহে শনিবার কেন্দ্রের এই পুরস্কার প্রদান পুরোটাই হবে ভার্চুয়াল মাধ্যমে। রাষ্ট্রপতি ভবন থেকে রামনাথ কবিন্দ এই অনুষ্ঠানে যোগ দেবে। দিল্লির বিজ্ঞান ভবনে থাকবেন ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু। আর দেশের সাইয়ের বিভিন্ন ক্যাম্পাসে হাজির থেকে এই অনুষ্ঠানে যোগ দেবেন পুরস্কার প্রাপকরা।
বেশ কয়েকজন ক্রীড়াবিদ ইতিমধ্যে করোনা আক্রান্ত হওয়ার তাঁরা এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক ভিনেশ ফোগাত, অর্জুন পুরস্কার প্রাপক সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি, দ্রোণাচার্য পুরস্কার প্রাপক ওম প্রকাশ দাহিয়া করোনা আক্রান্ত হওয়ায় তাঁরা এই অনুষ্ঠানে থাকতে পারবেন না। সাইয়ের তরফ থেকে জানানো হয়েছে, ৭৪ জন পুরস্কারজয়ীর মধ্যে ১৪ জন অনুপস্থিত থাকবেন।
এ বছরের দ্রোণাচার্য লাইফ টাইম এচিভমেন্ট পুরস্কার প্রাপক ৭৯ বছর বয়সী, অ্যাথলেটিক কোচ পুরুষোত্তম রাইয়ের শুক্রবার অকস্মাৎ মৃত্যুতে ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে।