কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার সকালে ঢাক বাজিয়ে চণ্ডীপাঠ করে প্রচার করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। এদিন ৭০ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন বিজেপি প্রার্থী। তবে তার মধ্যেই কলকাতা পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল।
প্রার্থীর অভিযোগ, সাদা পোশাকের পুলিশ তাঁর প্রচারে এসে অযথা ভিড় বাড়াচ্ছে ৷ তাই পুলিশকে তিনি ইউনিফর্মে আসতে বলেন ৷ এই নিয়ে পুলিশের এক আধিকারিকের সঙ্গে তাঁর বচসাও বাধে ৷ প্রিয়াঙ্কার অভিযোগ, সাদা পোশাকের পুলিশকর্মীরা তাঁর প্রচারে এসে ভিড় বাড়াচ্ছেন ৷ তাতে দেখে মনে হচ্ছে বিজেপি প্রার্থী কোভিড বিধি অমান্য করে প্রচারে ভিড় বাড়িয়েছেন ৷
এদিন পুলিশের এক আধিকারীককে বিজেপি প্রার্থী স্পষ্ট বলেন, কলকাতা পুলিশ সিভিল ড্রেসে আমার প্রচারে ভিড় করছে। আর নির্বাচন কমিশন বলছে কোভিড বিধি মানা হচ্ছে না। এই নিয়ে নির্বাচন কমিশন চিঠিও পাঠিয়েছে আমাকে ৷ এই ছবি টিভিতে দেখানো হচ্ছে। আমি কলকাতা পুলিশের থেকে কোনও নিরাপত্তা চাইনি ৷ আমাকে কোনও নিরাপত্তা দেওয়ার দরকার নেই। তাও যদি নিরাপত্তা দিতে হয়, তাহলে ইউনিফর্মে আসুন ৷
পরে সংবাদ মাধ্য়মের সামনে প্রিয়াঙ্কা অভিযোগ করেন, কলকাতা পুলিশ আছে আমাদের মনিটর করার জন্য। কোন বিল্ডিংয়ে যাচ্ছি, কার সঙ্গে কথা বলছি- সব লিখে লিখে দিদির কাছে পাঠাচ্ছে। যাতে ভোটের দিন এঁদের (বিজেপি সমর্থক) বাড়ি থেকে বেরতে না দেওয়া হয়, কারণ এঁরা বিজেপি করছে।