কলকাতা ব্যুরো: অন্য দু’টি কেন্দ্র-সহ ভবানীপুরের ভাগ্য নির্ধারিত হবে রবিবার ৷ ভোট গণনার আগে ও পরে যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা চেয়ে আইনজীবী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল চিঠি দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে ৷ রবিবার ভোটের ফল প্রকাশের পর ২ মে-র মতো নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা যেন না ঘটে, সেই উদ্দেশ্যে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়ে চিঠি লেখেন বিজেপি নেত্রী ৷
প্রসঙ্গত, নির্বাচনের ফল ঘোষণার পরে কলকাতা পুলিশকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি চিঠিতে ৷ ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন থেকে শুরু করে পরেও রাজ্যজুড়ে চলতে থাকা ভোট-পরবর্তী হিংসার ঘটনার কথা উল্লেখ করেন প্রিয়াঙ্কা ৷ তিনি লেখেন, এই উপনির্বাচনের একজন প্রার্থী হিসেবে সরকারের সব আইন শাসন সংক্রান্ত বিভাগকে যতদূর সম্ভব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে আপনাকে বিনম্র অনুরোধ জানাচ্ছি ৷ যাতে কোনও নিরীহ নাগরিক প্রাণ না হারায়, কোনও রকম যৌন অপরাধ না ঘটে, সাধারণ মানুষকে ঘরছাড়া না হতে হয়, কোনও হিংসাত্মক ঘটনা না ঘটে ৷ ৩ অক্টোবর এই ঘটনাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আমরা যেন শান্তিপূর্ণ পরিবেশে থাকতে পারি ৷
৩০ সেপ্টেম্বর ভবানীপুর, সামশেরগঞ্জ, জঙ্গিপুরে নির্বাচন হয়৷ ভবানীপুর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা টিব্রিওয়াল ও বাম নেতা শ্রীজীব বিশ্বাস ৷