এক নজরে

Priyanka Gandhi: ক্ষমতায় এলে তিনিই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

By admin

January 21, 2022

কলকাতা ব্যুরো: উত্তরপ্রদেশে দলের জমি পুনরুদ্ধারে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার উপর আস্থা রেখেছে কংগ্রেস হাইকমান্ড ৷ প্রিয়াঙ্কা দায়িত্ব নেওয়ার পর মরা গাঙে বান না এলেও কংগ্রেস যে কিছুটা হলেও নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে, তা স্বীকার করছে রাজনৈতিক মহল ৷ এই অবস্থায় উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতা দখল করলে মুখ্যমন্ত্রী কে হবেন, সেই প্রশ্ন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে ৷ শুক্রবার এবিষয়ে প্রশ্ন করা হলে আপনি কি অন্য কাউকে দেখতে পাচ্ছেন বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন উত্তরপ্রদেশে নির্বাচনের দায়িত্বে থাকা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ৷ শুক্রবার আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের তরুণদের জন্য একটি ইস্তেহার প্রকাশ করেন তিনি ৷

তিনিই যে উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ, তা ঘুরিয়ে স্বীকার করে নিলেন প্রিয়াঙ্কা ৷ এদিন ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কি আপনি? এক মুহূর্ত দেরি না করে কংগ্রেসের সাধারণ সম্পাদকের পাল্টা প্রশ্ন, উত্তরপ্রদেশ কংগ্রেসের অন্য কাউকে কি আপনি দেখতে পাচ্ছেন? আমার ছবিই তো সব জায়গায় দেখা যাচ্ছে ৷ আপনি কি দেখতে পাচ্ছেন না?

ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের তরুণদের চাকরি দেওয়া-সহ একগুচ্ছ প্রতিশ্রুতির কথা জানিয়ে শুক্রবার এই ইস্তেহার প্রকাশ করেন রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী ৷ এর নাম রাখা হয়েছে ‘ভর্তি বিধান’ ৷ তবে এখনও পর্যন্ত জানা যায়নি, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা কোথা থেকে প্রার্থী হবেন ৷ যদিও তাঁর বিরোধী যোগী আদিত্যনাথ, অখিলেশ যাদব এই প্রথম বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন ৷

রাহুল গান্ধী বলেন, ইস্তেহারে তরুণদের মতামত প্রতিফলিত হয়েছে। কংগ্রেস উত্তরপ্রদেশের যুবকদের সাথে পরামর্শ করেছে এবং তাদের মতামতই দলের ‘যুব ইশতেহারে’ প্রতিফলিত হয়েছে।

রাহুল আরও বলেন, উত্তরপ্রদেশের যুবকদের একটি নতুন দিশা দরকার। শুধুমাত্র কংগ্রেস রাজ্যকে সেই দিশা দিতে পারে। ছোট দলগুলি নয়। কারণ আমরা ঘৃণা, বিভেদ ছড়াইনি। আমরা মানুষকে একত্রিত করেছি। আমরা তরুণদের শক্তি দিয়ে একটি নতুন উত্তরপ্রদেশ তৈরি করতে চাই।

পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী বলেন কর্মসংস্থানের কথা। তিনি বলেন, ইউপি-তে সবচেয়ে বড় সমস্যা হল কর্মসংস্থান ও নিয়োগ। রাজ্যের যুবকরা হতাশ। কংগ্রেস ক্ষমতায় এলে তাদের সমস্যাগুলি কীভাবে সমাধান করা হবে, তার একটা রূপরেখা এই ইস্তেহারে বলা হয়েছে।

প্রিয়াঙ্কা আরও বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে বিভিন্ন পদের শূন্যপদ পূরণ করা হবে। জব ক্যালেন্ডার তৈরি করা হবে যাতে নিয়োগ প্রক্রিয়ার সুনির্দিষ্ট বিবরণ থাকবে। পাশাপাশি, পরীক্ষার্থীরা বিনামূল্যে রেল সফরের সুযোগ পাবে। দূর হবে প্রশ্নপত্র দুর্নীতিও।