কলকাতা ব্যুরো: আটক থাকা প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করলো পুলিশ। সূত্রের খবর, ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রিয়াঙ্কাকে। সংবাদসংস্থা সূত্রে দাবি, প্রিয়াঙ্কা সহ ১১ জন কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধীর উপর ড্রোনে নজরদারি চালানো হচ্ছে অভিযোগ করে সরব কংগ্রেস। উত্তরপ্রদেশে সীতাপুরে আটক থাকা প্রিয়াঙ্কা গান্ধীর উপর কারা এই নজরদারি চালাচ্ছিল তা নিয়ে সরব হয়েছে হাত শিবির। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল একটি ড্রোনের ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন। তিনি টুইটারে লেখেন, ‘প্রিয়াঙ্কা গান্ধীর রুমের উপর এটি কার ড্রোন। তাঁকে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে কেন? কে উত্তর দেবে?’
সোমবার ভোর হওয়ার আগেই লখিমপুর খেরির দিকে রওনা দিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু তাঁকে মাঝপথে আটক করে যোগী রাজ্যের পুলিশ। সীতাপুর জেলার হরগাঁও থেকে কংগ্রেস নেত্রীকে আটক করা হয়। কেন তাঁকে আটক করা হচ্ছে তা নিয়ে সরব হন প্রিয়াঙ্কা। তিনি পুলিশের কাছে সাফ জানতে চান, ‘অর্ডার কোথায়? আমাকে সেটা দেখান… যদি কোনও অর্ডার না থাকে, তাহলে আপনারা আমাকে আটকাচ্ছে কী ভাবে?
পাশাপাশি নরেন্দ্র মোদীকে একহাত নিলেন প্রিয়াঙ্কা গান্ধী। টুইটারে এদিন তিনি একটি ভিডিয়ো বার্তা দেন। তাতে লখিমপুর কাণ্ডের যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা দেখিয়ে মোদীর কাছে জবাব চাইলেন ৷ এদিন প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে শুরু করেন প্রিয়াঙ্কা ৷ তবে আর কোনও কথা না বাড়িয়েই সোজাসুজি বলেন, “আমি শুনলাম অমৃত মহোৎসব উদযাপন করতে আজ আপনি লখনউ আসছেন ৷ কিন্তু আপনি এই ভিডিয়োটি দেখেছেন কি ?” সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখিয়ে প্রশ্নটি করেন প্রিয়াঙ্কা।
এদিন প্রিয়াঙ্কা চাঁছাছোলা ভাষায় বলেন, আপনার সরকারের এক মন্ত্রীর ছেলের গাড়ি কিছু কৃষকের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিয়োতে সেটাই দেখা যাচ্ছে। এই ভিডিয়োটা দেখুন এবং দেশের মানুষের কাছে জবাব দিন, এই মন্ত্রীকে এখনও কেন বরখাস্ত করা হয়নি ৷ পাশাপাশি তাঁর ছেলেকে এখনও কেন গ্রেফতার করা হল না তার জবাবও দিন।”
নিজের আটক থাকার প্রসঙ্গ টেনে প্রিয়াঙ্কা বলেন, আমাদের মতো বিরোধী নেতাদের আপনি কোনও এফআইআর ছাড়াই আটকে রেখেছেন। তাহলে এই মন্ত্রীর ছেলে কী করে এখনও গ্রেফতার হয়নি?”
পাশাপাশি মোদীর অমৃত উৎসবে যোগদান নিয়ে তাঁকে কটাক্ষ করেন প্রিয়াঙ্কা ৷ বলেন, “যে স্বাধীনতার উৎসবে আপনি যোগদান করবেন, সেই স্বাধীনতা এই কৃষকরাও এনে দিয়েছেন ৷ তাঁদের ছেলেরাই আজ সীমান্তে প্রহরারত ৷ এই কৃষকরা উপেক্ষিতই থেকেছেন চিরকাল ৷ আজ তাঁরা নিজেদের কথা জানাচ্ছেন, আর আপনি তা উপেক্ষা করছেন।
প্রসঙ্গত, সোমবার লখিমপুরে যেতে গেলে প্রিয়াঙ্কাকে অতিথিশালায় আটকে রাখে যোগী সরকারের পুলিশ ৷ কংগ্রেসের দাবি, সীতাপুরের কাছে তাঁকে হরগাঁও নামে একটি জায়গা থেকে আটক করা হয় প্রিয়াঙ্কাকে ৷