এক নজরে

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়াগো মারাদোনা

By admin

November 25, 2020

কলকাতা ব্যুরো : চলে গেলেন কিংবদন্তি ফুটবলার দিয়াগো মারাদোনা। আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০। কিছুদিন আগে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। সেখান থেকে তিনি ছাড়াও পেয়েছিলেন। তার মাদকাসক্তি দূর করার চিকিৎসা চলছিল। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

মস্তিষ্কের রক্ত জমাট বেঁধে যাওয়ার জন্য এ মাসের প্রথমদিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে জরুরী ভিত্তিতে তার অস্ত্রপ্রচার হয়েছিল। ১১ ই নভেম্বর হাসপাতাল থেকে তাকে ছেড়েও দেয়া হয় । কিন্তু শেষ রক্ষা হল না। কিংবদন্তি ফুটবলার এর জীবনাবসান হল। ঘটনাবহুল মারাদোনার ফুটবল জীবন। সারা বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে তিনি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে ছিলেন। ১৯৯০ সালে অসাধারণ ফুটবল খেলে ইতালি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলেন মারাদোনা। ১৯৯৭ সালে ফুটবল থেকে বিদায় নিয়ে শুরু করেছিলেন কোচিং। ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত তিনি আর্জেন্টিনার জাতীয় দলের কোচ ছিলেন।

দুনিয়াজুড়ে মারাদোনার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। শোকোস্তব্ধ সৌরভ গাঙ্গুলী। মারাদোনার প্রবল অনুরাগী বলে তিনি পরিচিত তিনি। আজ এক টুইট বার্তায় সৌরভ লিখেছেন, “আমার হিরো আর নেই। আমি তোমার জন্যই ফুটবল দেখি।” প্রসঙ্গত উল্লেখযোগ্য খেলা ছাড়ার পর দুবার কলকাতায় এসেছিলেন ফুটবলের এই রাজপুত্র। তাকে ঘিরে উৎসাহ আর আবেগে ভেসে গিয়েছিল কল্লোলিনী।